সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে সংখ্যা লঘুদের ওপর বর্বরোচিত হামলা,লুটপাট ও ভাংচুর এর প্রতিবাদে ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কমিটির সদস্য সুমন চন্দ্র সরকার, মুশফিকুর রহমান চৌধুরী সোহাগ,সাজিদুল হক,পার্থ সিংহ,সারোয়ার জাহান মামুন,তোফায়েল আহমেদ, আরমান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে যে বর্বরোচিত হামলা, লুটপাট,ভাংচুর হয়েছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে,অবিলম্বে তাদের আইনের এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে ।
বক্তারা এই এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply