মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোটার:
গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ ফল অর্জনকারী ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। "আজকের মেধাবীরাই আগামী দিনের পথপ্রদর্শক"—এই বিশ্বাসকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুপ্রেরণাদায়ী অনুষ্ঠানের।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় এবং পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)-এর আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ. এম. মাহাবুব ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোস্তাফিজুর রহমান আখন্দ, প্রধান শিক্ষক, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
মো. আকমল হোসেন, সহকারী বিদ্যালয় পরিদর্শক
বেলাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার
মাহবুব আলম, অধ্যক্ষ, ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজ
এম মাহফুজার রহমান লেলিন, প্রধান শিক্ষক, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়
মাওলানা ইয়াকুব আলী, সুপার, খানাবাড়ী দাখিল মাদরাসা
আব্দুল গফফার, সভাপতি, খানাবাড়ী দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটি
আব্দুস সাত্তার, অভিভাবক প্রতিনিধি
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আয়শা সিদ্দিকা ও সাইফুল ইসলাম স্বাধীন। তারা বলেন, “এই স্বীকৃতি আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরও উজ্জ্বল করে তুলবে।”
এবারের সংবর্ধনায় এসএসসি পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের ১৪ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, “শিক্ষার্থীদের এমন সম্মাননা শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্য গর্বের বিষয়।”
তারা আরও বলেন, “এই প্রণোদনা ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে এবং অন্যদেরও মেধা বিকাশে উৎসাহ দেবে।”
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন।