মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সোহান ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির, ২৯ গাইবান্ধা-১ ( সুন্দরগঞ্জ) আসনে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক মাজেদুর রহমান। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— “আজকের অর্জনই শেষ নয়, বরং এটি আরও বড় সাফল্যের পথ উন্মুক্ত করবে। একাডেমিক জীবনের পাশাপাশি পরকালীন জীবনের সফলতার জন্যও সঠিক পদক্ষেপ নিতে হবে। তোমাদের মেধা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।”
প্রধান আলোচক মোঃ সাইদুল ইসলাম বলেন— “দেশ ও জাতির উন্নয়নে মেধাবীদের এগিয়ে আসতে হবে। সততা, দক্ষতা ও দেশপ্রেমিক চেতনার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মোহাম্মদ শাওন, গাইবান্ধা জেলা ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ সামিউল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোঃ মাহমুদ হাসান প্রমুখ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, প্রচার সম্পাদক সরকার হাসেমুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এ শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে প্রশংসা করে বলেন— “এমন মোটিভেশনাল আয়োজন অন্যান্য ছাত্র সংগঠনও করলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।”