মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোটার:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘নীতিবান শিশু, সুখী বাংলাদেশ’ শীর্ষক পাইলট প্রকল্প ২০২৫। রোববার (৩ আগস্ট) বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রাজ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল মামুন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই গুণাবলি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—
নুর মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার
মুহা. একরামুল হক, পৌর আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
দিনারা বেগম, প্রধান শিক্ষক, বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়
এ. এম. জিয়াউর রহমান, প্রধান শিক্ষক, শান্তিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
রেজওয়ানুল হক ও
নুর আলম নুর, বৈষম্যবিরোধী ছাত্রনেতা
বক্তারা বলেন, একটি সুন্দর, মানবিক ও নৈতিক সমাজ গঠনের জন্য শিশুদের শৈশব থেকেই সৎ, আদর্শবান ও দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সততা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধসহ নানাবিধ নৈতিক গুণাবলির চর্চা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশিকুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।
জানা যায়, পাইলট প্রকল্পের আওতায় সুন্দরগঞ্জ উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের আওতায় শিশুদের জন্য বিভিন্ন নৈতিক শিক্ষা বিষয়ক পাঠ্য উপকরণ, আচরণভিত্তিক প্রশিক্ষণ, গল্প, ছড়া ও কর্মশালার আয়োজন করা হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।