সিনিয়র স্টাফ রিপোটার, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাবেক চেয়ারম্যানের ভাই রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে সুন্দরগঞ্জ পৌরসভা কমপ্লেক্সের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে গোপনে চলা জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে খেলারত অবস্থায় আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা ও বেলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল হক সরদারের ভাই মো. কামরুজ্জামান সরদার সরোয়ার (৫৫),
একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. মোকাররম হোসেন (৫৫),
বামনজল মহল্লার শাখাবাড়ি এলাকার মৃত খলিলুর রহমান সরকারের ছেলে মো. এন্তাজুল হক হিরো (৫০),
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দাসপাড়া গ্রামের মৃত রমেশ চন্দ্র দাসের ছেলে বিশ্বনাথ দাস (৫৭)।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “জুয়া খেলার সময় হাতেনাতে আটক চারজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইন অনুযায়ী ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।”
স্থানীয়রা জানান, পৌর এলাকার বিভিন্ন স্থানে মাঝে মাঝেই গোপনে জুয়ার আসর বসে। এসব বন্ধে পুলিশি নজরদারি আরও বাড়ানোর দাবি জানান তারা।