গাজীপুরের শ্রীপুর পৌরসভা মাওনা চৌরাস্তার প্রাণকেন্দ্র, কিতাব আলী প্লাজার ৩'য় তলার মসজিদ সংলগ্নে অবস্থিত (সুমাইয়া ইলেকট্রনিকস, প্রোপ্রাইটর মোঃ সাইদুল ইসলাম)।
সুমাইয়া ইলেকট্রনিকসের ব্যাপারে জানতে চাইলে, মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা,কে বলেন। ৪-৫ বছর আগে আমি এই ইলেকট্রনিকসের ব্যবসা শুরু করি, প্রথম অবস্থায় একটু খারাপ ছিলো কিন্তূ আল্লাহ্ তায়ালার মেহেরবানিতে, নিজেই দক্ষতার সাথে নিক্ষুৎ ভাবে বিভিন্ন সাউন্ড সিস্টেমের কাজ ওয়ারেন্টি ও গ্যারান্টি সহকারে
তৈরি ও মেরামত, করি।
সুমাইয়া ইলেকট্রনিকসে কি কি পার্স পাওয়া যায়, এব্যাপারে, সাইফুল ইসলাম জানান।
আমার এখানে রয়েছে, ইস্পিকার, রিমোর্ট, ব্যাটারি, এল এ ডি টিভির প্রার্স, এল এ ডি টিভির কার্ড, পিন্সিল ব্যাটারি, টুইটার বক্স, মিনি বক্স, ফ্যান, ফ্যানের ক্যাপাছিটার, তাঁরা বাতি, কয়েল তার, সৌর বিদ্যুতের প্যানেল, সৌর বিদ্যুতের ব্যাটারি, চার্জার, সহ বিভিন্ন ইলেকট্রনিক ও ইলেকট্রনিকস্ জিনিস পত্র পাওয়া যায়।
সুমাইয়া ইলেকট্রনিকসের কাষ্টোমার, মোঃ হোসেন আলী বলেন। আমি আজ প্রাই ২ বছর যাবৎ সুমাইয়া ইলেকট্রনিকস থেকে বিভিন্ন ইলেকট্রনিক ও ইলেকট্রনিকস এর মালামাল
খুচরা ও পাইকারি নিচ্ছি, উনার মতো সত ও আদর্শবান সফল ব্যবসায়ী খুব কমই দেখেছি।
মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা পরিবার সহ দেশবাসির কাছে দোয়া চেয়ে বলেছেন।
আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন সততা আদর্শ, ও সুনামের সাথে সারাজীবন ব্যবসা করে যেতে পারি।