কবিতাঃ (১২৭২)
শিরোনামঃ স্নায়ু যুদ্ধে ব্যস্ত 😇
রচনা কালঃ তাং ২৮/০৬/২০২৫-ইং
রোজ রবিবার সন্ধ্যা ০৭-০০
কলমেঃ লেখক ও সংগঠকঃ ইউনুস উদ্দিন আহমেদ
স্নায়ু যুদ্ধে মানুষ সর্বক্ষণ করে কে কার সাথে
কেউ নিজ স্বার্থে দেশের জনগণের সাথে।
কেউ করে দেশের হয়ে অন্য দেশের সাথে
আবার কেউ করে তার আপন মানুষের সাথে।
ঘুমের ঘোরে চিন্তা সে স্নায়ু যুদ্ধে ব্যস্ত
প্রেমিকের সাথে ঝরগা সে স্নায়ু যুদ্ধে ব্যস্ত।
প্রেমিকা কে পাওয়ার জন্য স্নায়ু যুদ্ধে ব্যস্ত
চা ঠান্ডা হয়ে যায় খাবে মনে নাই সে স্নায়ু যুদ্ধে ব্যস্ত।
বাড়ির বাজার করতে গিয়ে ভুল স্নায়ু যুদ্ধে ব্যস্ত
তরকারিতে লবন না দেওয়া ভুল স্নায়ু যুদ্ধে ব্যস্ত।
খাওয়ার কথা ভুলে যাওয়া স্নায়ু যুদ্ধে ব্যস্ত
মিটিংয়ে না যাওয়া ভুলের জন্য স্নায়ু যুদ্ধে ব্যস্ত।
ঔষুধ না খাওয়া ভুল সে স্নায়ু যুদ্ধে ব্যস্ত
বেশি বেশি সিগারেট খাওয়া স্নায়ু যুদ্ধে ব্যস্ত।
ভুল যার মাথায় করে ভর সে স্নায়ু যুদ্ধে ব্যস্ত
সু-সাস্থের প্রতি নজর না রাখা স্নায়ু যুদ্ধে ব্যস্ত।
বেশির ভাগ টাকা কামানোর জন্য করে স্নায়ু যুদ্ধ
স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য করে স্নায়ু যুদ্ধ।
কেউ সম্পদের পাহাড় গড়তে স্নায়ু যুদ্ধে ব্যস্ত
আবার কেউ সমাজ কে ভালো রাখতে স্নায়ু যুদ্ধে ব্যস্ত।