সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আশ্রয় কেন্দ্রে বুধবার সকাল থেকে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের উদ্যোগে ভূমিহীন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনটির প্রতিষ্ঠাতা এস,এম বাহাদুর আলীর কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের সংগঠনটি অলাইন ভিত্তিক সংগঠন। আমরা ফেসবুকে পোষ্টের মাধ্যমে সবার কাছে আর্থিক সাহায্যে আবেদন জানায়, এগুলোর মাধ্যমে আমাদের কাছে যে টাকা গুলো আসে, সেগুলো দিয়ে সমাজে অসহায়, হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। তিনি আরো বলেন, আমরা চায় এই লকডাউনে আশে-পাশে সুবিধা বঞ্চিত মানুষের পাশে সবসময় থাকতে চায়। সংগঠনটিতে আপনারাআ সহযোগিতা করেছেন বলেই সফল হয়েছি। তাই এই সংগঠনে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা এস,এম বাহাদুর আলী।
এসময় সংগঠনটি নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বল সহ আরো অনেকে।
Leave a Reply