এস এম রফিক স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুর পল্লবী থানা সামনে বুধবার দিবাগত রাত ৮টা ৪০ মিনিটের দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের তীব্র শব্দে চারদিক কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে ছুটোছুটি শুরু হয়, থানা এলাকার নিরাপত্তা জোরদার করে পুলিশ।স্থানীয়দের বরাতে জানা যায় হঠাৎ বিকট শব্দে মনে হয়েছিল পাশের কোথাও বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই থানা ও আশপাশের এলাকায় টহল জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পল্লবী থানার এক কর্মকর্তার প্রাথমিক ধারণা সন্ত্রাসী চক্রের সৃষ্টি করা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এ ঘটনায় কোনো হতাহত না হলেও এলাকাজুড়ে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতেই বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বিস্ফোরণের উপাদান সংগ্রহ করে পল্লবী থানা সূত্র জানায় ঘটনার তদন্ত চলছে, দায়ীদের শনাক্তে কাজ করছে ডিবি ও থানা পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত সন্ত্রাসী চক্রকে ধরতে অভিযান চলছে।