মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তফছির মিয়াকে(৭০)গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানাযায়,২৩ আগষ্ট(শনিবার)রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে শিবপাশার সবুজগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ ও শিবপাশা ফাঁড়ি পুলিশের দু’টি দল অভিযান চালিয়ে তাকে আটক করে বানিয়াচং থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃত তফছির মিয়ার শিবপাশা গ্রামের মৃত আব্দুল খালিক মিয়ার পুত্র।
তার বিরুদ্ধে ২৩বছর পূর্বে শিবপাশা গ্রামের আব্দুল হামিদ মিয়ার শিশু পুত্র হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।
এছাড়াও তিনি গত বছরের ৫আগষ্টে সরকার দেশ ত্যাগ করার পর থেকে আত্মগোপনে ছিলেন।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ শফিকুল ইসলামের সাথে রাত ১০টা ৫মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন,তফছির মিয়াকে তার ফাঁড়ি পুলিশের সহযোগীতা নিয়ে বানিয়াচং থানা পুলিশ গ্রেফতার করেন।
এবং বর্তমানে তিনি বানিয়াচং থানায় রয়েছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)গোলাম মোস্তাফার সাথে রাত সাড়ে ১০টা ৪০মিনিটের দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
Leave a Reply