মোঃ সনজব আলী
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্র ঘোষিত ‘জুলাই পদযাত্রা’কে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশবাসীকে সঙ্গে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ পদযাত্রায় অংশ নিতে প্রথমবারের মতো হবিগঞ্জ সফরে আসছেন দলের কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার ( ২৪ জুলাই) বিকেল ৪ টায় হবিগঞ্জ শহরের নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করবে সমাবেশ শেষে হবিগঞ্জ শহরে পদযাত্রা করবে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এনপিপির হবিগঞ্জ জেলা কমিটির উদ্যােগে শহরের আমিরচাঁন কমপ্লেক্সের স্কাই কিং রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল। লিখিত বক্তব্যে তিনি বলেন- আগামী ২৪ জুলাই হবিগঞ্জ আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এনসিপি পুরোনো চিন্তাধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। এবার প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয় ২৪ জুলাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বিকেল ৪ টায় হবিগঞ্জ পৌঁছাবেন হবিগঞ্জ শহীদ মিনারে সমাবেশ করে পড়ে পদযাত্রা শুরু করবেন।
এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, পদযাত্রাকে ঘিরে ইতোমধ্যেই হবিগঞ্জ বাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলনে নতুন গতি এনে দেবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু হেনা মোস্তফা কামাল বলেন- আমাদের পদযাত্রাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা হয়েছে। তারা আমাদের আশ্বাস প্রদান করেছেন যে তারা যথাযথ ব্যবস্থা নিবেন।
পদযাত্রাকে ঘিরে কোন হুমকি রয়েছে কি না জানতে চাইলে আবু হেনা মোস্তফা কামাল বলেন- ফ্যাসিস্ট হাসিনা সরকারের কিছু কিছু নেতাকর্মীর মধ্যে একজন আমাদেরকে ফেসবুকে হুমকি দিয়ে বলেছে হবিগঞ্জ বাসিও গোপালগঞ্জের মতো ট্যাংক দেখবে। বিষয়টি আমরা প্রশাসনকে অবগত করেছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক ও হবিগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারি নাহিদ উদ্দিন তারেক, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি হবিগঞ্জের সদস্য সচিব এডভোকেট ফখরুদ্দিন জাকি, আব্দুল বাছিত, আনোয়ার হোসেন, একেএম নাছিম, সামির রহমান, মীর দুলাল, তাষার পাঠান, মিরাজুল হক সজিব ও সাইদুর রহমান প্রমুখ।