মোঃ সনজব আলী জেলা প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরে ২৪ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৫টায় শহরের প্রধান সড়ক এম সাইফুর রহমান টাউন হল সংলগ্ন এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, বক্তব্য রাখেন এন সি পি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, ডাক্তার তাসনিম জারা সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশের চলমান অব্যবস্থাপনা, দুর্নীতি ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে ন্যায়ের পথে এনসিপি এগিয়ে যেতে চায়। তারা আগামী নির্বাচনে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় বক্তারা আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, এবং এনসিপিই হতে পারে সেই পরিবর্তনের সঠিক ধারক।এনসিপির এই পথসভা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় যোগ দেন।