হবিগঞ্জে দুই ডোজ টিকা নেওয়ার পরও দ্বিতীয় বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট এমপি আবু জাহির।এই তথ্যটি(শক্রুবার)২ জুলাই
নিশ্চিত করে এমপির ব্যক্তিগত সহকারী সুদীপ দাস।
তিনি জানান,গতকাল ১লা জুলাই বৃহস্পতিবার ঢাকায় নমুনা দেন এমপি আবু জাহির। আজ শুক্রবার করোনা পজেটিভ রিপোর্ট আসে তার। বর্তমানে তিনি ঢাকায় ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানান।
উল্লেখ্য,গত বছরের ২৫ অক্টোবর প্রথম বার করোনায় আক্রান্ত হয়েছিলেন এমপি আবু জাহির।পরে ঢাকায়(সিএমএইচ) সম্মিলিত সামারিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিনি প্রথম টিকার ডোজ নেন এবং নির্ধারিত সময়ে দ্বিতীয় টিকার ডোজটি নিয়েছিলেন।
হবিগঞ্জে এডভোকেট এমপি আবু জাহির
করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানাজানি হয়ে পড়লে,আওয়ামিলীগের অংগ সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার শুভা কাঙ্ক্ষীগন সুস্হতার দোয়া চেয়েছেন।
তিনি বর্তমানে হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
Leave a Reply