মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।
রোববার (১৩ জুলাই ) সকাল ১০টার দিকে জেলা পরিষদের হলরুমে প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,
আবু নূর মোঃ শামসুজ্জামান, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা,
মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি, পরিচালক (পলিসি এন্ড অপারেশন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা,
এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, হবিগঞ্জ
মো: নূরুল ইসলাম, বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগ, সিলেট। সভাপতিত্ব করেন ড. মোঃ ফরিদুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ অনুষ্ঠানটির আয়োজন করে হবিগঞ্জ জেলা প্রশাসন ও হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস । বক্তারা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়।
এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।
উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।