মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে একটি আকস্মিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ পরিদর্শন করা হয় এবং সেখানে বেশ কয়েকটি গুরুতর সমস্যা চিহ্নিত করা হয়।
অভিযানের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা, রোগী সেবায় অবহেলা এবং প্রশাসনিক নানা অনিয়মের মতো বিষয়গুলো নজরে আসে। দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক এরশাদ আলীর নেতৃত্বে এই অভিযানটি ১৭ আগস্ট দুপুরে পরিচালিত হয়।দুদক দলটি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, শৌচাগার এবং রোগীর ওয়ার্ডগুলোর স্বাস্থ্যগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করে। তারা দেখতে পান যে, অনেক ওয়ার্ডে রোগীর তুলনায় বেডের সংখ্যা কম, টয়লেটগুলো অপরিচ্ছন্ন এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য তেমন নিয়মিত ব্যবস্থা নেই। এছাড়া, হাসপাতালের খাদ্য সরবরাহ এবং কিছু ওষুধ ও সরঞ্জাম সরবরাহে অনিয়ম এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবও চিহ্নিত হয়। রোগীরা অভিযোগ করেন যে, হাসপাতালের কর্মচারীদের অনেকেই দায়িত্বে অবহেলা করেন এবং সেবার মান অত্যন্ত নিম্ন।দুদক সূত্র জানায়, এই অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি