নিজস্ব প্রতিবেদকঃ- সিলেটে হযরত শাহজালাল রহঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটি সম্পূর্ণ অন্যায়ের প্রতিবাদী সাংবাদিকদের নিয়ে গটিত হয় হযরত শাহজালাল রহঃ প্রেসক্লাবের আহবায়ক কমিটি সম্পূর্ণ হয়েছে। হযরত শাহজালাল রহঃ প্রেসক্লাবের প্রধান অস্থায়ী কার্যালয় খান কমপ্লেক্স চতুর্থ তলা উপশহর রোড শিবগঞ্জ সোনার পাড়া।
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব হিফজুর রহমান খান।
আজ রবিবার (৬ মার্চ) প্রেস বিজ্ঞপ্তি তে নির্বাচিত আহবায়ক হলেন জাকির হোসেন সুমন, যুগ্ন-আহবায়ক হলেন সবুজ আহমদ,মোঃ জয়নাল আজাদ, সাজিদুর রহমান সাজু, ফয়ছল কাদির, মোহন আহমদ,সদস্য সচীব তোফায়েল আহমদ,দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার প্রতিবেদককে বলেন,সকল পূর্ণাঙ্গ কমিটি সদস্য নামের তালিকা প্রেরিত অনুযায়ী প্রকাশিত হবে আজ শুধু আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। উক্ত পূর্ণ কমিটি ৩১ বিশিষ্ট সদস্য সন্মতিক্রমে ২ বছর মেয়াদ পর্যন্ত পরিচালিত হবে।
হজরত শাহজালাল রহঃ প্রেসক্লাবের পূণার্ঙ্গ কমিটি ঘোষণা হলে পদবী প্রতিষ্ঠানের ও নামের তালিকা নিন্মে দেয়া হবে বলে জানান প্রতিষ্ঠাতা সদস্যগণ।
আহবায়ক -জাকির হোসেন সুমন দৈনিক তরুণ কন্ঠ পত্রিকা ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকা –যুগ্ম আহবায়কঃ সবুজ আহমদ-জাতীয় সাপ্তাহিক অনিয়ম,ও S.tv Sylhet” মোঃ জয়নাল আজাদ -দৈনিক সিলেটর দিনকাল” সাজিদুর রহমান সাজু দৈনিক সিলেট সমাচার,ফয়ছল কাদির -জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা,মোহন আহমদ-দৈনিক দিগন্ত প্রতিদিন” সদস্য সচীব তোফায়েল আহমদ,জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার” সদস্য মোঃ আব্দুল্লাহ,বিষু দেবনাথ,ইউসুফুর রহমান,ইব্রাহিম আলী,সাইদুল ইসলাম সাইফ ,সানোয়ার হোসেন,আল আমিন আহমেদ নাঈম, এ এইস রনি,প্রমুখ।
Leave a Reply