
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান-২০২৫ উপলক্ষে হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৩.০০টায় উপজেলা সহকারি কমিশনার ভূমি ঈশিতা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কুষ্টিয়া জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট মোঃ খাইরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আনোয়ারুল করির। সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মুক্তার আলী, কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ, সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ম্যানেজার জে.এম.মোবাশ্বের হোসেন,পল্লী উন্নয়ন এর অফিস মেহেদী হাসান,
এ সময় সমাজ উন্নয়নে অবদান রাখায়
মোছাঃ ফেরদৌস বেগম,নির্যাতনের বিভীষিকা মুছে,ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ নাছিমা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে নুরুন্নাহার বেগম,অর্থনৈতিকভাবে সাফল্য অর্নকারী নারী আঙ্গুরা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনাকারী মোছাঃ লাবনী পারভীন কে সম্মানিয় স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মুন্সি ফিরোজা সুলতানা ।
অতিথিবিন্দ তাদের বক্তব্যে বলেন, “বেগম রোকেয়া কেবল একজন নারী লেখক নন, তিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তাঁর সংগ্রাম আমাদের আজকের সচেতনতার ভিত্তি তৈরি করেছে। একজন নারী যখন সমাজে অবদান রাখতে পারেন, তখন তা শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, তা পুরো জাতির অগ্রগতিতে ভূমিকা রাখে।”
অতিথি মহোদয়েরা আরও বলেন, “অদম্য নারী পুরস্কার পাওয়া এই নারীরা প্রমাণ করেছেন—সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো বাধা অতিক্রম করে নারীরা নতুন জীবন গড়তে পারেন। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকারের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার নারীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী প্রজন্ম যেন নারী ও পুরুষের সমান অধিকার ও সম্মানের সমাজ পায়—এটাই আমাদের প্রত্যাশা।
এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, ফায়ার সার্ভিস, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক, শিক্ষিকা, ছাত্রী বিন্দু সহ বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত
অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় হরিণাকুন্ডু ঝিনাইদহ।
Leave a Reply