লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত উপজেলা শাখার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) যুবদলের আয়োজনে বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন।
গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন- ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা।
সভায় আরো বক্তব্য দেন- হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেম, সাধারন সম্পাদক আবু তাহের, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক সভাপতি করিমুল হক, জেলা মহিলা দলের সম্পাদক নাজমা পারভিন, হরিপুর উপজেলা যুবদলের সম্পাদক সোহেল তানভির প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য দেন হরিপুর উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জল। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উজেলার ছয় ইউনিয়নের নবগঠিত যুবদল কমিটির সভপতি সম্পাদকসহ সকল সদস্য ও উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ এবং ঠাকুরগাঁও জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।