চাঁদপুরের হাজীগঞ্জে কঠোর লকডাইনের ৬ষ্ঠ দিনে কঠোর অবস্থানে ছিলেন হাজীগঞ্জ প্রশাসন ।বিভিন্ন পয়েন্টে ছির পুলিশি বেরিকেট চলেছে বিশেষ অভিযান ,মামলা ও জরিমানা ।
০৬ জুলাই (মঙ্গলবার) করোনা সংক্রমনের উর্দ্ধগতি ঠেকাতে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনেও বাস্তবায়নে হাজীগঞ্জের বিভিন্ন এলাকায় চলেছে ভিন্ন ভিন্ন বিশেষ অভিযান ।হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও এক্সিকিউটিভ মেজেস্ট্রেট মো.উজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত হয় ভিন্ন ভিন্ন বিশেষ অভিযান । বিকাল ৫ টার পর দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং অযথা গুরাফেরার অপরাধে ৭ জনকে ৬ হাজার ২ শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার অন্য দিকে একই অপরাধে ১৮ জনকে ২০ হাজার ৪ শত টাকা জরিমানা করেন এক্সেকিউটিভ মেজেস্ট্রেট মো. উজ্জল হোসেন ।ভিন্ন ভিন্ন অভিযানে সর্বমোট ২৫ টি মামলায় ২৬ হাজার ৬ শত টাকা জরিমানা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন(২) ও সঙ্গীয় ফোর্স, উপজেলা সিএসআই ফয়সাল মুন্সি, বিজিবি সদস্যসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দু ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন লকডাউন বাস্তবায়নে মানুষকে সুস্থ রাখতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে ।
ক্যাপশন:১/বিশেষ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ।
২/বিশেষ অভিযানে জরিমানা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ।
৩/মাস্ক বিহীন পথচারীকে জিজ্ঞাবাদ করছেন এক্সেকিউটিভ মেজেস্ট্রেট মো. উজ্জল হোসেন ।
৪/সরকারী নির্দেশ না মানায় জরিমানা করছেন এক্সেকিউটিভ মেজেস্ট্রেট মো. উজ্জল হোসেন ।
Leave a Reply