সরকার ঘোষিত কঠোর লকডাউনের ২য় দিনে চাঁপুরের হাজীগঞ্জে বিকাল ৫টার পর দুই দপায় ১২ জনকে ৯ হাজার ১ শত টাকা জরিমানা করা হয় ।
২ জুলাই (শুক্রবার) বিকাল ৫ টার পর হাজীগঞ্জ বাজারে স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক না পরা এবং অপ্রয়োজনে গুরাফেরা করায় দুই দপা চাঁদপুর এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবইল কোটের পরিচালনার মাধ্যমে ১২জনকে ৯হাজার ১শত টাকা জরিমানা করেন ।
প্রথমে চাঁদপুর এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.উজ্জল হোসেনের নেতৃত্বে মোবইল কোট পরিচালনা করিয়া হাজীগঞ্জ বাজার, বলাখাল এলাকায় মাস্ক না পরা,স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৮ জনকে ৬ হাজার ৪শত টাকা জরিমানা করা হয় । এবং অপ্রয়োজনে গুরাফেরা করা অনেককেই বুঝিযে বাসায় পাঠিযে দেন ।এ সময় সাথ ছিলেন বিজিবি ও হাজীগঞ্জ থানার পুলিশ সদস্য বৃন্দু ।
২য় দপায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয় ।এবং একই অপরাধে ৪ জনকে ২৭ শত টাকা জরিমানা করা হয় ।এ সময় সাথে ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.হারুনুর রশিদ, ওসি তদন্ত মো.ইব্রাহিম খলিলসহ অন্যান্য পুলিশ সদস্য ও গনমাধ্যম কর্মীরা ।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন-সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে আমরা বদ্ধ পরিকর ।আর সরকারী নির্দেষ অমান্য করে যারা চলাফেরা করবে তাদের বিরুদ্ধে সব সময়ই ব্যাবস্থা নেওয়া হবে ।
ক্যাপশন:১/মোবাইল কোটে জরিমানা করছেন এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.উজ্জল হোসেনের ।
২/ এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.উজ্জল হোসেনের নেতৃত্বে বিজিবি ।
৩/ বিষেশ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ।
Leave a Reply