কঠোর লকডাউনের চতুর্থ দিনে সরকারি নির্দেশন না মানায় বিশেষ অভিযানে হাজীগঞ্জ ৯ জনকে ২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।
৪ জুলাই (রবিবার) কঠোর লকডাউন বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সরকারি নির্দেশনা না মেনে মাস্ক না পরায়, অযথা গুরাফেরা করার অপরাধে ৯ মামলায় ২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল এই অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই মো.সেলিমসহ সঙ্গীয় ফোর্স, উপজেলা সিএসও মো. ফয়সাল মুন্সিসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা বৃন্দু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন -করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত খাকবে।
ছাড়াও রাস্তায় ছিলেন এক্সিকিউটিভ মেজেস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্ব বিজিবির কঠোর অবস্থান।
Leave a Reply