হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ১১ মামলায় ৫২ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।
করোনা বিস্তার রোধে বিধি নিষেধ বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত বিশেষ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজেস্ট্রেট মোমেনা আক্তার। স্বাস্থ্য বিধি না মানায়, মাস্ক না পরার অপরাধে হাজীগঞ্জের বেলচোঁ, রামচন্দ্রপুর এলাকায় মোবাইল কোটে ১০ ব্যাক্তিকে ২ হাজার ৫ শত টাকা এবং অবৈধ ড্রেজিং এর মাধ্যমে ফসিল জমি ধ্বংস করে বালু উত্তোলনের দায়ে ১৫(১) ধারায় দিগচাইল গ্রামের আঃ মালেকের ছেলে আলমগীর (৪৮) ৫০ হাজার টাকা জরিমানা ও ১টি ড্রেজার জব্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই ইউনুসসহ সঙ্গীয় ফোর্স, উপজেলা সিএসও সহ অন্যান্য কর্মকর্তা বিন্দু এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন – জন স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ক্যাপশন: ১/স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা করছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
২/উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ড্রেজারের পাইপ ধ্বংস করা হচ্ছে।
৩/বিশেষ অভিযান পরিচালনা করছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
Leave a Reply