চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করিয়া ৬ টি মামলায় ৫০ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয় ।
০৭ জুলাই (বুধবার) উগজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ।উক্ত অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার বলিয়া গ্রামে কৃষি জমি ধ্বংস করিয়া অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে একটি ড্রেজার জব্দ করা হয় সেই সাথে ড্রেজার মালিক শরিফুল ইসলাম ও জমির মালিক সেলিম মিয়াকে ৫(১)/১৫(১) ধারায় ৫০ হাজার টাকা এবং স্বাস্থ্য বিধী না মানা, মাস্ক না পরার অপরাধে ৫ ব্যাক্তিকে ৭ শত টাকা জরিমানা করা হয় । এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসাআই ইউনুছসহ সঙ্গীয় ফোর্স ও উপজেলার সিএসআই ফয়সাল মুন্সিসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দু ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন- ফসলী জমি রক্ষায় এবং করোনা প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।
ক্যাপশন :১/ভ্রাম্যমান আদালতে জরিমানা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ।
২/বিশেষ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ।
৩/নিশিদ্ধ ড্রেজারের পাইপ কেটে দেওয়া হচ্ছে ।
Leave a Reply