ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ১ নং দক্ষিণমাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগী পাড়া দড়ি পাড়া গ্রামে স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধার্থে ২০০ ফিট দীর্ঘ একটি সাঁকো নির্মাণ করা হয়েছে।
আজ (শুক্রবার) যুবদলের উদ্যোগে এবং সৈয়দ ইমরান সাহেব প্রিন্স এর বিশেষ নির্দেশনায় সাঁকোটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। এতে এলাকার বহু মানুষ আনন্দ প্রকাশ করেন এবং উদ্যোগটির জন্য যুবদল নেতাদের ধন্যবাদ জানান।
স্থানীয়রা জানান, সাঁকোটি নির্মাণের ফলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গ্রামের সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে।
যুবদলের নেতৃবৃন্দ বলেন, জনগণের সুবিধার কথা মাথায় রেখে এ ধরনের উন্নয়নমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।