কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস,কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্যেগে রবিবার সন্ধায় পর্যটন হলিডে হোমস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ. বারেক মোল্লার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিববুর রহমান মুহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ ফাতেমা আকতার রেখা, ঢাকা দক্ষিণ যুবলীগের সহ সভাপতি মোরসালিন আহমেদ, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ পান্না মিয়া, তোফায়েল আহমেদ তপু, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী, পৌর যুবলীগ আহবায়ক মোঃ ইসাহাক শেখ, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ মজিবুর রহমান কুয়াকাটা পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস শেখ ও কুয়াকাটা পৌর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সোলায়মান গাজী,আলোচনা সভায় বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন,আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়,দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম। দোয়া মোনাজাত শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মাঝে তেহারি বিতরণ করা হয়।