সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:
রাজধানীর মেট্রোরেল সেবা আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে প্রথমবারের মতো কার্ড রিচার্জে যুক্ত হচ্ছে অনলাইন সুবিধা। আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে যাত্রীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে মেট্রোরেল কার্ড রিচার্জ করতে পারবেন।
পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ডিজিটাল রিচার্জ ব্যবস্থা চালু হলে যাত্রীদের আর কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। স্বল্প সময়ে সহজে রিচার্জ করার পাশাপাশি যাত্রাও হবে আরও ঝামেলামুক্ত।
অনলাইন রিচার্জ প্ল্যাটফর্মে ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ করলেই যেকোনো সময় অ্যাকাউন্টে টাকা যোগ করা যাবে। শুরুতে নির্দিষ্ট কিছু ডিজিটাল পেমেন্ট সুবিধা যুক্ত হলেও ধীরে ধীরে আরও জনপ্রিয় পেমেন্ট অপশন যোগ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মেট্রোরেলের ডিজিটাল সেবা সম্প্রসারণের এই উদ্যোগকে যাত্রীরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই সুবিধা চালুর মাধ্যমে নগর পরিবহনে প্রযুক্তি ব্যবহার আরও একধাপ এগিয়ে গেল।