চট্টগ্রামের ভুজপুর থানার হেঁয়াকো এলাকা থেকে আফিম ও ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।মঙ্গলবার(২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নারায়নহাট ইউনিয়নের আকবর পাড়া এলাকা থেকে মো. জয়নালকে(৩০)আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে মাদক নিয়ে ভুজপুর থেকে চট্টগ্রামের দিকে আসছিল মাদক কারবারি জয়নাল।এ সময় সিএনজির ড্রাইভিং সিটের নীচ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও একটি কালো পলিথিনের ভিতর থেকে ৫৩০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।
তিনি বলেন,দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে আফিম ও ফেনসিডিল সংগ্রহ করে তা চট্টগ্রাম জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার মাদক কারবারি ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করতেন জয়নাল।উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা।
Leave a Reply