২১ মার্চ ২০২১ইং
ফৌজদারি মামলার আপিল ৭০৬ বছর পর। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। ১৩১৫ সালে ইতালির বিখ্যাত কবি দান্তে আলিগিয়েরি ও তার দুই ছেলেকে বিচারকের রায়ে শিরোশ্চেদের ঘটনায় আগামী ২১ মে আপিল শুনানির দিন ধার্য করেছেন ফ্লোরেন্সের আদালত।
ইতালির বিখ্যাত কবি দান্তে আলিগিয়েরি। ১২৬৫ সালে ইতালির ফ্লোরেন্সে জন্ম তার। সেই সময় শহরজুড়ে ছিল সাদা ও কালো নামের দুটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন দল। ৩০ বছর বয়সে দান্তে সাদা দলের রাজনীতিতে যোগ দেন। শহর পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন তিনি।
১৩০১ সালে ফ্রান্সের সম্রাট ও ভ্যাটিকান পোপ অষ্টম বোনিফেসের সহায়তায় ক্ষমতায় বসে কালো দল। কবিকে আমন্ত্রণ জানানো হয় রোমের ভ্যাটিকান প্রাসাদে। কবির অবর্তমানে ফ্লোরেন্স আদালত প্রহসনের রায় ঘোষণা করেন তাঁর বিরুদ্ধে। রায়ে দু'বছরের নির্বাসন ও পাঁচ হাজার ফ্লোরিন মুদ্রা জরিমানা করা হয়।
১৩১৫ সালে সাধারণ ক্ষমার শর্তাবলী প্রত্যাখ্যান করলে দান্তে ও তার দুই ছেলেকে শিরশ্চ্ছেদ করে মৃত্যুদণ্ড দেন। দান্তে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অবিচারের বিরুদ্ধে জনরোষে ক্ষমতা হারায় ফ্লোরেন্সের শাসক দল। এমনকি নিশ্চিহ্ণ হয়ে যায় কালো দল। সেই জাগরণ থেকে ফ্লোরেন্সেই জন্ম হয় রেনেসাঁর। শত শত বছর পর সেই মামলার আপিল শুনানি হতে যাচ্ছে ফ্লোরেন্সের আদালতে।
ঐ শুনাতিতে প্রবীণ বিচারকগণ এবং প্রসিকিউটরের পাশাপাশি কবির বংশধর ও সেদিনের ঐ বিচারকদের বংশধররাও উপস্থিত থাকবেন আদালতে। আগামী ২১ শে মে ফ্লোরেন্সের ফৌজদারি আদালতে মামলাটির শুনানি ধার্য করা হয়েছে। এক বিবৃতিতে মামলা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইতালির সুপ্রিম কোর্ট।
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ