সোনারগাঁ উপজেলায় রাজ কুমার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার ভোরে ভরৎ এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত ওই যুবক সাদিপুর ইউনিয়নের ভরৎ গ্রামের সেন চন্দ্র বিশ্বাসের ছেলে। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, রাজ কুমার র্দীঘদিন ধরে মাদকা আসক্ত ছিলো। প্রায় মাদক সেবনের টাকা না পেলে পিতা-মাতাকে আত্মহত্যার ভয় দেখাতো। শনিবার রাতে মাদক সেবনের টাকা চাইলে তাকে তার পিতা বকাঝকা করেন। রবিবার ভোরে নিজ কক্ষের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে এ বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
Leave a Reply