কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী বন্দর ও জ্বালানি তেল ডিপোতে উত্তরবঙ্গ ট্যাংকলরি ৩ দফা দাবি আদায়ের লক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাঘাবাড়ি ডিপো থেকেও তেল সরবরাহ বন্ধ রেখেছেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এ্যাসোসিয়েশন।
এদিন দাবি আদায়ের লক্ষে বাঘাবাড়ি ডিপোর সামনে অবস্থান করেন রাজশাহী বিভাগীয় ট্যাংকলরি ওনার্স এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও বাঘাবাড়ি ঘাট শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, রাজশাহী বিভাগীয় ট্যাংকলরি ওনার্স এ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ ওয়াজেল হক সহ নেতৃবৃন্দ।
তারা বলেন
১। জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারন করা।
২। পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।
৩। (ক) ট্যাংকলরী ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়,এ বিষয়ে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
(খ) ২৫ বছরের উর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে। এই দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এ কর্মসূচি পালন করছি।