মোঃইসমাইল হোসেন দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী জেলা দুর্গাপুর থানার অন্তর্গত পানানগর ইউনিয়নের মহিপাড়া গ্রামে মোঃ আসেক আলীর বসত বাড়িতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩ টি রান্না ঘর ১টি গরুর গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন জানান সকাল সাড়ে ১০ টার দিকে আগুনের সুত্রপাত হয় । প্রাথমিক অবস্থায় স্থানীয় লোকজন আগুন নেভানোর ব্যাপক চেষ্টা করে, কিন্তু আগুনের গতিবেগ অত্যাধিক বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় । পরে দূর্গাপুর উপজেলার কর্মরত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন । দূর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন টিম লিডার মোঃ শাহিনুল ইসলাম জানান, মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক তদন্ত শেষে জানান রান্নাঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে জানমালের তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নি ।তিনি আরো বলেন বর্তমানে ধান কাটার মৌসুম স্থানীয় মানুষ ধান কেটে রাস্তার পাশে এমন ভাবে রেখে দিচ্ছেন যাতে করে গাড়ি পার হতে পারছে না । ফলে আমাদের ঘটনাস্থলে পৌছাতে একটু বিলম্ব হয় । তিনি বলেন স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের নাম্বার রাখবেন আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। রাস্তার পাশে বালু ধানের খড় বা অন্য কিছু রাখবেন না এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের ব্যাপক প্রচেষ্টা ও উদার মনোভাবের জন্য ব্যাপক প্রশংসা করেন।
Leave a Reply