শিরোনাম :
আমতলীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ফরিদ উদ্দিন মাতুব্বর ও গাজী মোঃ সালাম ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ১০ কেজি গাঁজা ও ০১টি অটোরিক্সা সহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার। দাউদকান্দিতে বেগম রহিমারোশন মাদরাসায় অভিভাবক কাউন্সেলিং। সাবেক এমপি মোস্তফা কামাল পাশার উদ্যেগে সন্দ্বীপে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৬২ বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ গলাচিপা নির্বাহী আদালতের পেশকার আবু জাফর এর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আদালত বর্জন ঘোষনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার: আনোয়ারুজ্জামান আনোয়ার সংবাদ প্রকাশের পর দূর্গাপুরে ভুয়া আল আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

কানাইঘাটে ১৬ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণ: ১৪ দিনেও অধরা ধর্ষক ফাহাদ,।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪৪৪ বার পঠিত

সিলেট বিভাগীয় ব্যুরোঃ- কানাইঘাটে ১৬ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মুতলিব উদ্দিনের পুত্র ফাহাদ আহমদকে (২৩) আসামি করে মাদ্রাসা ছাত্রীর ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন, যাহার থানার মামলা নং-১০, তাং- ১০/০৮/২২ইং। তবে থানা পুলিশ নিয়মিত মামলা রুজু করলেও ১৪ দিনে এখনো অধরা প্রধান আসামি ফাহাদ।

মামলা সুত্রে জানা গেছে- পলাতক আসামি ফাহাদ বাদীর প্রতীবেশী। গত ৩০ জুলাই দুপুরে ভিকটিমের ভাই ও মামলার বাদী তার সিএনজি গাড়ি নিয়ে কানাইঘাট বাজারে যান। এই দিন বিদ্যুৎ না থাকায় ভিকটিম তার শয়ন কক্ষে ঘুমায়। আসামি ফাহাদ মামলার বাদীকে খোঁজ করে রাত অনুমাণ ০৭:৪৫ ঘটিকায় তার শয়ন কক্ষে ঢুকে ভিকটিমকে একা দেখে তাকে কু-প্রস্তাব দিলে ভিকটিম তার কথায় অপারগতা প্রকাশ করিলে আসামি দ্রুত শয়ন কক্ষের দরজা বন্ধ করে। পরবর্তীতে ভিকটিমকে ঝাপটাইয়া ধরিয়া মামলার বাদীর শয়ন কক্ষেই ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণ করে ধর্ষক ফাহাদ।

এক পর্যায়ে ভিকটিমের চিৎকার শুনে তার মা বাবা ও আশপাশের লোকজন দৌড়াইয়া আসলে আসামি ফাহাদ কৌশলে ঘটনাস্থল হইতে পালিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে ধর্ষক ফাহাদের প্রভাবশালী আত্মীয়স্বজন এলাকার কয়েকজন অসাধু কথিত মুরব্বিদের মাধ্যমে সালিশ বৈঠকের নামে ঘটনা ধামাচাপার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

কিন্তু মামলা দায়েরের প্রায় ১৪ দিন অতিক্রম হলেও অদৃশ্য কারণে আইনের ধরাছোঁয়ার বাহিরে ধর্ষক ফাহাদ। অদৃশ্য কারণে আসামি গ্রেফতার না করায় এক দিকে যেমন সাধারণ জনগণের নিকট পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে টিক তেমনি আইনের প্রতি ধীরে ধীরে আস্থা কমছে সাধারণ জনগণের।

 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আঃ জলিলের ব্যবহৃত নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয় নি।

 

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম পিপিএম এর কাছে জানতে চাইলে তিনি জানান- আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। সম্ভব হলে আমাদের আসামির তথ্য দিয়ে সহযোগীতা করুন প্রয়োজনে আমি নিজে আসামিকে ধরতে অভিযানে যাবো বলে তিনি আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com