শিরোনাম :
ভাঙনের থাবায় গলাচিপার পাকা সড়ক নদীগর্ভে, যোগাযোগ ব্যবস্থা হুমকিতে যশোর সদর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি অপসংবাদিকতা ও সহিংসতার ছায়ায় গণমাধ্যমের সংকট মোহাম্মদ আলী হাসপাতালে জাতীয় মানবাধিকারের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ জলঢাকায় ভোক্তা অধিকারের অভিযান, দুইজনকে জরিমানা। রাঙ্গাবালীতে চাঁদার টাকা না দেয়ায় দলীয় প্রভাব খাটিয়ে জমি ও মাছের ঘের দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা পটুয়াখালী জেলা বিএনপির নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত এক বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের খুলনা মহানগর সভাপতির মুক্তি কামনা

নান্দাইলে অলৌকিকভাবে রক্ষা পেলেন এমপি তুহিন ॥ তবে ধারনা নাশকতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০০ বার পঠিত

 মোজাম্মেল হকঃ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের টানা দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন শুক্রবার বিকালে নির্বাচনী এলাকার একটি অনুষ্ঠান থেকে ফিরার পথে অল্পের জন্য প্রাণরক্ষা পেলেন তিনি। তবে এ ঘটনাটিকে তিনি নাশকতা বলে অভিযোগ করেন।সংসদ সদস্য আরও বলেন, গাড়িটি যেখানে রাখা হয়েছিল সেখানে কোনো দুর্বৃত্তরা পরিকল্পনা করেই গাড়ির চাকার নাট-বল্টু পূর্ব থেকেই খোলে রাখতে পারে। কারন তিনি বসামাত্রই গাড়িটি দুর্ঘটনায় কবলিত হয়।স্থানীয় সূত্রে জানাগেছে, সংসদ সদস্য সকাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহন, ইসলামী সভায় যোগদান ও নান্দাইল পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। পরে দুপুরে তিনি নিজ নির্বাচনী এলাকার মোয়াজ্জেমপুর ইউনিয়নের প্রবীণ ব্যক্তি মরহুম সৈয়দ ইকবাল হোসেনের কুলখানি অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় তার ব্যবহৃত গাড়িটি পাশের বুড়া পীরের মাজারের ভিতর রাখেন। সেখান থেকে গাড়িতে উঠে সামনের আসনে বসেন তিনি। চালক গাড়ি চালু করে কিছুদূর যেতেই হঠাৎ বিকট শব্দে তিনি যে আসনে বসে ছিলেন সেই আসনের নিচের চাকাটি খোলে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। সেই সাথে গাড়িটি কাত হয়ে গেলেও অলৈৗকিকভাবে ওই চাকার লোহার অংশটুকু সড়কে দেবে পড়ে। এতে তাৎনিক রক্ষা পান এমপি। এ ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় এলাকার লোকজন। তাঁরা এমপি তুহিনের খোঁজ খবর নেন এবং আল্লার কাছে শুকরিয়া আদায় করেন। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও এমপি তুহিনের জন্য শুকরিয়া আদায় করেন দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের লোকজন।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে কারা ওই সময় কারা গাড়ির আশপাশে ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com