আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ২পিস স্বর্ণের বারসহ একজন এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজনকে আটক হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সাতক্ষীরার তলুইগাছা বিওপি এবং ভোমরা বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, তার সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ১ জন আসামীসহ ৫৪১ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার আটক করে।
গোয়েন্দা তথ্যের বরাতে তিনি জানান, সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপি’র টহলদল সাতক্ষীরা শহর, খুলনা রোড এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে-এমন সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল উক্ত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
পাচারকারী জানান, তিনি অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে সীমান্তে গমন করেন এবং বিএসএফ ধাওয়া করলে উক্ত বাংলাদেশী নাগরিক পালিয়ে বাংলাদেশে ফেরত আসেন। এরপর বিজিবি হাতে ধরা পড়েন। আটকৃত ব্যক্তিকে বিএসএফ ধাওয়া করার সময় লাঠি দিয়ে শারিরীকভাবে তাকে লাঞ্ছিত করে। আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।
Leave a Reply