শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন। ধোবাউড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক জন গ্রেফতার”” জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় গলাচিপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতন, নিন্দার ঝড় চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১

ঠাকুরগাঁও সীমান্তে ভারত ফেরত ১০ ‘বাংলাদেশি’ শ্রমিক বিজিবির হাতে আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতে কাজ করতে যাওয়া ১০ বাংলাদেশি শ্রমিককে বৃহস্পতিবার ৮ মে সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। সীমান্তবর্তী হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি’র ৩৪৭/৬ নং পিলারের কাছে তাদের আটক করা হয়। হরিপুর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটককৃত শ্রমিকরা হলেন- সেতাবগঞ্জ উপজেলার নারউল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), একই উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আবজাল হোসেন (২৫), একই উপজেলার রামনগড় এলাকার মৃত সেদেম চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র রায় (২২), একই উপজেলার হাটমাধবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে শ্রী স্বপন চন্দ্র রায় (২০), একই উপজেলার তেতড়া গ্রামের মেহেরাব আলীর ছেলে মোসলেম (৩০), একই উপজেলার বেলবাস গ্রামের প্রকৃত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২২), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩২), একই উপজেলার সাংশনডিয়া এলাকার মৃত মসলিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), একই উপজেলার ফুলবাড়িহাট আটমেরা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে সালমান (৪১) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রমানাথপুরের বিষেনের ছেলে সন্তোষ (২৭)।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে ওই দশ ব্যক্তি দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতে যায়। ভারত থেকে ঘটনার দিন ফিরে আসার সময় বাংলাদেশের চাপসা বিওপি সীমান্তে বিজিবি তাদের আটক করে।

হরিপুর থানার ওসি তদন্ত আরো জানান, ওই ব্যক্তিরা অবৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াত করায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com