শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন। ধোবাউড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক জন গ্রেফতার”” জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় গলাচিপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতন, নিন্দার ঝড় চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১

গোপনে দেশত্যাগ করলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন দলের অধিকাংশ নেতাকর্মী। কেউ কেউ দেশ ছেড়ে পালালেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এতদিন দেশে অবস্থান করছিলেন। তবে শেষ পর্যন্ত তিনিও দেশ ত্যাগ করেছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুধবার (রাত ৩:০৫ মিনিটে) থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর আগে রাত ১১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশনে যাবতীয় যাচাই-বাছাই শেষে তাকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়।

আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা রয়েছে। কিশোরগঞ্জ সদর থানায় গত ১৪ জানুয়ারি দায়ের করা ওই মামলায় তার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, এর আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হলেও আবদুল হামিদের নাম সেসব মামলায় ছিল না। তিনি ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে এখনো আবদুল হামিদের বিদেশ গমনের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিসার মেয়াদ, রাজনৈতিক আশ্রয় এবং ব্যাংককের গন্তব্যকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com