খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
নির্মান ভবনের ঢালাই কাজ করার সময় ৬ তলা থেকে মাটিতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে পটুয়াখালী পৌরসভার পিডিএস মাঠের পূর্ব পাশে। সেখানে একটি নতুন ভবনের নির্মান কাজ চলছিল। উক্ত ভবনে ৩০-৩৫ জন লেবার কাজ করে।
জানা যায় বরগুনা জেলার আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোট নাচনা পাড়া গ্রামের মো: মহসিন মৃধার ছেলে মো: রাহাত মৃধা (২২) সে দীর্ঘদিন যাবৎ নির্মান শ্রমিকের করে আসছিল। আজ ৮মে বৃহস্পতিবার বিকাল অনুমান ৫ টার সময় রাহাত উক্ত ভবনের ৬ তলায় ঢালাই কাজ চলা কালীন সময়ে ক্যারেন মেশিন চালাইতেছিল হঠাৎ সেখান থেকে ছিটকে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় তখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পটুয়াখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। তাৎক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কারন জানা সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায় রাহাত গত দেড় মাস পূর্বে বিবাহ করে নতুন বউ বাড়িতে তুলে এনে দাম্পত্য জীবন শুরু করে। তার হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় পরিবারের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
Leave a Reply