শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন। ধোবাউড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক জন গ্রেফতার”” জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় গলাচিপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতন, নিন্দার ঝড় চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১

উলিপুর উপজেলায় মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ, চাঞ্চল্য এলাকায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

উলিপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রকাশ তালিকায় রয়েছে এলাকার চিহ্নিত ও পুরাতন মাদক ব্যবসায়ীদের নাম, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এ তালিকা প্রকাশের পর উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রকাশিত তালিকায় যাদের নাম রয়েছে:

উলিপুর সরদারপারায় নিরাশা ও খশটি সুপান্থ ক্লাবের বাবুদেব,ত্রিমহনীর মোজার দুই ছেলে সোহেল রানা ও দওলা। খাওনার দরগা (মাঠের পাড়)। আশিক খাওনার দরগা সানের পাড় ত্রিমহনী। উলিপুর আনোয়ার বড়াইবাড়ী (ধামশ্রেনী), ইউসুফ,রোব (ধামশ্রেনী),ধনী মিলন ত্রিমহনী উলিপুর, ছিদ্দিক মধ্যপাড়া আদর্শ স্কুল, ফারুখ সরদারপাড়া, সালু আদর্শ স্কুল উলিপুর, (সেকেন্দার নারিকেল বাড়ি উলিপুরের সব থেকে বড় মাদকের ডিলার) ।(রওশন নারিকেল বাড়ি সেকেন্দারের অন্যতমসহযোগী), বকুল তাউরেশের বাজার,নেংলা নয়ন তবকপুর সাইফুল, রফিকুল ভদ্রপাড়া ও উলিপুর ডারার পাড় সাইফুল, ধরণীবাড়ী বামনের হাটের আতা। সেকেন্দার এমপির ব্রিজ পুরান অনন্তপুরঃ বক্কর, সাহাবুল,খলিল, ফারুখ, হারুন, নজরুল, চৌমহনী বাজারের মজনু ফকিরের হাটের মিলন।
(তালিকা আরও চলমান…)

প্রশাসনের সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপন তদন্ত ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। প্রকাশিত নামের মধ্যে অনেকেই বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। তরুণ সমাজ ধ্বংসের পেছনে এদের বড় ভূমিকা রয়েছে। এলাকাবাসীর দাবি, এই তালিকাভুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিল্লুর রহমান বলেন, “আমরা ইতোমধ্যে তালিকা অনুযায়ী নজরদারি বাড়িয়েছি। যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছে। তারা মনে করছেন, এভাবে মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ ও দমন কার্যক্রম অব্যাহত থাকলে সমাজ অনেকটাই মাদকমুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com