স্টাফ রিপোর্টার :
উলিপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রকাশ তালিকায় রয়েছে এলাকার চিহ্নিত ও পুরাতন মাদক ব্যবসায়ীদের নাম, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এ তালিকা প্রকাশের পর উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশিত তালিকায় যাদের নাম রয়েছে:
উলিপুর সরদারপারায় নিরাশা ও খশটি সুপান্থ ক্লাবের বাবুদেব,ত্রিমহনীর মোজার দুই ছেলে সোহেল রানা ও দওলা। খাওনার দরগা (মাঠের পাড়)। আশিক খাওনার দরগা সানের পাড় ত্রিমহনী। উলিপুর আনোয়ার বড়াইবাড়ী (ধামশ্রেনী), ইউসুফ,রোব (ধামশ্রেনী),ধনী মিলন ত্রিমহনী উলিপুর, ছিদ্দিক মধ্যপাড়া আদর্শ স্কুল, ফারুখ সরদারপাড়া, সালু আদর্শ স্কুল উলিপুর, (সেকেন্দার নারিকেল বাড়ি উলিপুরের সব থেকে বড় মাদকের ডিলার) ।(রওশন নারিকেল বাড়ি সেকেন্দারের অন্যতমসহযোগী), বকুল তাউরেশের বাজার,নেংলা নয়ন তবকপুর সাইফুল, রফিকুল ভদ্রপাড়া ও উলিপুর ডারার পাড় সাইফুল, ধরণীবাড়ী বামনের হাটের আতা। সেকেন্দার এমপির ব্রিজ পুরান অনন্তপুরঃ বক্কর, সাহাবুল,খলিল, ফারুখ, হারুন, নজরুল, চৌমহনী বাজারের মজনু ফকিরের হাটের মিলন।
(তালিকা আরও চলমান…)
প্রশাসনের সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপন তদন্ত ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। প্রকাশিত নামের মধ্যে অনেকেই বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। তরুণ সমাজ ধ্বংসের পেছনে এদের বড় ভূমিকা রয়েছে। এলাকাবাসীর দাবি, এই তালিকাভুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিল্লুর রহমান বলেন, “আমরা ইতোমধ্যে তালিকা অনুযায়ী নজরদারি বাড়িয়েছি। যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছে। তারা মনে করছেন, এভাবে মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ ও দমন কার্যক্রম অব্যাহত থাকলে সমাজ অনেকটাই মাদকমুক্ত হবে।
Leave a Reply