শিরোনাম :
চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১ শৈলকুপায় ফুলহরি গ্ৰামের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুর, সিসিটিভিতে দেখা গেল মনজের পাগল নামের মানসিক প্রতিবন্ধীকে ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার ফায়ার সার্ভিস কর্মী: দুইজনের অবস্থা সংকটাপন্ন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিগেড কমান্ডারের সাথে সরকারি কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত সৈয়দপুরে মহিলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

চায়না মোড়ে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরি হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ জীব ও বৈচিত্র্য

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার:ময়মনসিংহ চায়না মোড় এলাকায় স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করছে মোশাররফ মন্ডল।
হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ জীব ও বৈচিত্র্য। ২৭ দিন জেল খেটে বেরিয়েই এক সাংবাদিককে হাত, পা কেটে নেওয়ার হুমকি দিয়েছে, ছাত্রলীগের সাবেক নেতা মোশারফ মন্ডল।

কারখানার দুষিত কালো ধোঁয়ায় এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এই অবৈধ সিসা তৈরির কারখানার মল্লিক সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ মন্ডল।

সরজমিনে গিয়ে কারখানাটিতে দেখা যায় ২০ থেকে ৩০ বছরের ২০ / ২৫ জন শ্রমিক কেউ ব্যাটারি থেকে প্লেট বের করছে, কেউ রাতে কাঠ কয়লার আগুন জ্বালিয়ে সিসা তৈরি করার জন্য চুলার পাশে প্লেট সাজাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ৮/১০ এলাকাবাসী বলেন, চায়না মোড় মেইন রোড দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী চলাচল করেন। দিনে অ্যাসিড আর রাতে ধোঁয়ার গন্ধ এলাকাবাসীর জন্য অসহনীয় হয়ে উঠেছে। কারখানাটির পশ্চিম পাশে ফসলি জমি, উত্তরে মেইন রোড শত শত গাড়ির চালাচল , দক্ষিনে গ্রামবাসী বসতবাড়ি ঘর এ ছাড়া কারখানাটির পুর্ব পাশে দিকে জাওগাড়া প্রাথমিক বিদ্যালয় অবস্হিত।

প্রতিদিন রাত্রি ৭:০০ ঘটিকা হইতে ভোর ৫:০০ ঘটিকা পর্যন্ত যখন চুল্লিতে কাঠ কয়লার আগুনে পুরাতন ব্যাটারির প্লেট জ্বালিয়ে সিসা তৈরি করে ,তখন আশেপাশের এলাকায় বাড়ির ভিতরে থাকা লোকজনের কষ্টসাধ্য হয় ও নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়।

এই কারখানার ধোঁয়ার ফলে আশেপাশে দুই তিন কিলোমিটার এলাকায় বাড়ির ভিতরে থাকা লোকজনের নাক মুখ চোখ জ্বালা করে ,এলাকার শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে।

আমরা এদের কাছে অসহায় কখনো জোর করে কাউকে কিছু বলতে পারি না প্রাণভয়ে কারণ এদের অনেক মাস্তান ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আছে।
যারা বিভিন্ন ভয় দেখায়,আমরা সাধারণ মানুষ সবসময় এদের কাছে জিম্মি ও অসহায়।

এলাকাবাসী জানান কারখানাটির দুষিত ধোঁয়া ও এসিড পানির জন্য আশেপাশের মাঠের ফসল গাছের ফুল-ফল ও মুটকিভাঙ্গা ব্রিজের খুটি নদীর মাছের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে।

এলাকাবাসী আরও জানান এই কারখানার আশপাশের জমি ও মাঠের ঘাস কেটে গবাদিপশুকেও খাওয়াতে পারছেনা পশুর মৃত্যুর ভয়ে।
তারা আরও বলেন এই কারখানার আশেপাশের মাঠের ঘাস খেলেই গরু মারা যাবে এই ধোঁয়া ও ছাই বাতাসে উড়িয়ে যতোদূর গিয়ে পড়বে সেই এলাকার ঘাস ও ধানের খড় খেলেই গরু মারা যাবে নিশ্চিত।

সূত্রে আরও জানা যায় ২০২৩ সালে চায়না মোড় এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিসা তৈরির কারখানায় গত ৩ মাসে ১০টি গরু মারা যায়। এ নিয়ে গ্রামে অনেক তোলপার পাসৃষ্টি হয়

২০২৩ সালে এলাকায় অবৈধ সিসা তৈরির কারখানার পাশের জমির কৃষক এলাবাসীর অভিযোগে র‍্যবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে অবৈধ সিসা তৈরির কারখানা ২ লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দেয়।

কারখানার শ্রমিকদের গণমাধ্যম কর্মীরা জিগ্যেস করলে আপনারা এই কারখানায় কাজ করেন কিভাবে এরতো প্রচুর গন্ধ,আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কিছু বলেনা?

শ্রমিকরা বলেন এতে আমাদের শরীরের প্রচুর ক্ষতি হয় কিন্তু আমাদের পেটের দায়ে এই কাজ করি, থানা পুলিশ তেমন কিছু বলেনা কিন্তু উপজেলা প্রশাসন বা এসিল্যান্ড, পরিবেশ অধিদপ্তরের লোকজনকে কেউ জানালে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয়।

আপনারা নিউজ করলে করেন সমস্যা নাই আমরা সবাইকে ম্যানেজ করেই চলি,নিউজ করলে পরিবেশ অধিদপ্তরের লোক,ইউএনও, এসিল্যান্ড এনারাইতো আসবে দেখা যাবে নিউজ করে কি করতে পারেন।

এলাকার সচেতন মহল অতি দ্রুত পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানাটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করার জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনার , ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর ও ময়মনসিংহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com