এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকা
সোমবার (২৬ মে ২০২৫) সকাল ১১ টায় ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর সভাপতিত্বে আসন্ন ঈদুল আযহা ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও কুমিল্লা জেলা পুলিশের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের ডিআইজি হাবিবুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধে করনীয় সংক্রান্তেপ্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ঈদের আগে যাত্রীবাহী বাস, পশুবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন নির্বিঘ্নে চলাচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা সহ মহাসড়ক কেন্দিক চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি রোধে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার প্রতি তিনি অধিক গুরুত্ব আরোপ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, কুমিল্লা জেলা, রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা জেলা, মোঃ শামীম কুদ্দুছ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কুমিল্লা জেলা, কীর্তিমান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, একেএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল), মোঃ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল), মোঃ ফয়সাল তানভীর, সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল), মোঃ শাহীন, সহকারী পুলিশ সুপার (দেবিদ্ধার সার্কেল), মোঃ ফকরূল আলম, সহকারী পুলিশ সুপার (হাইওয়ে কুমিল্লা সার্কেল), ঢাকা চট্রগ্রাম-মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক কেন্দ্রিক কমিল্লা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ এবং কুমিল্লা হাইওয়ে সার্কেল এর অন্তর্গত ১০ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বৃন্দ প্রমুখ।
Leave a Reply