আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় দুদিনের টানা বৃষ্টিতে জেলা শহরসহ গ্রাম্যঞ্চলের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে বের হতে পারছেনা নিম্ন আয়ের মানুষ, ফলে সংসার চালাতে দারুণ হিমসিম খেতে হচ্ছে তাদের।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছোট ব্যবসায়ীরা।
বুধবার (১৮ জুন) সকাল থেকে থেমে থেমে জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের কারণে পানি জমে রাস্তাঘাট ও বাজারে চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সদর উপজেলা, কাটিয়া, মুনজিতপুর, বাঁকাল, কামাল নগর, বদ্দিপুর, তালা ও কলারোয়ার কিছু অংশে বাসাবাড়ির সামনে রাস্তায় হাঁটুসমান পানি জমে গেছে। কোথাও কোথাও ড্রেন উপচে পানি রাস্তায় উঠে এসেছে।
সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্য কাটিয়া এলাকার বায়তুন নুর জামে মসজিদের সামনের রোডে প্রায় ১ ফুট পানি জমে গেছে, নামাজে আসা মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ এলাকার ড্রেনগুলো রাস্তার তুলনায় উঁচু হয়ে গিয়েছে?
এলাকাবাসী জানান, বাসার সামনে রাস্তায় হাঁটুপানি। বাড়ি থেকে বের হতে পারছি না। বৃষ্টির পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। দুই দিনের বৃষ্টিতে এই অবস্থা।
একজন ইজিবাইক চালক জানালেন, রাস্তা পানিতে তলিয়ে গেছে, যার ফলে গাড়ি নিয়ে বের হতে পারছি না। বের হলেও ভাড়া নেই, লোকজন ঘরেই বসে আছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েক দিন বৃষ্টি থাকতে পারে, ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। একদিকে কাজ নেই, অন্যদিকে বাড়ির সামনেই জমে থাকা পানি চলাচলও দারুন দূর্ভোগের স্বীকার হতে হচ্ছে।
Leave a Reply