খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার :
গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের গ্রামের বাড়ি পটুয়াখালী গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে।
ঈদ-উল আযহা উপলক্ষে নুরুল হক নুর তার দলের নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী কুশল বিনিময় করতে নিজ এলাকায় আসেন। এসময় তিনি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে গলাচিপা দশমিনার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গলাচিপা দশমিনা এলাকায় গণ সংযোগ করতে গিয়ে বিভিন্ন পথ সভায় দলের প্রধান হিসেবে তিনি বক্তৃতা প্রদান করেন। বক্তৃতায় তিনি অসংখ্য কুরুচিপূর্ণ ভাষা উচ্চারন করেন। যা মানুষ সহজে মেনে নিতে পারছেন না।
উল্লেখিত, তার বাবা ইতোমধ্যে চর বিশ্বাসে একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে মেগাফোন হাতে নিয়ে বলেন বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে দ্বিতীয় নেতা ভিপি নুরুল হক নুর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছড়িয়ে পড়লে এলাকার সাধারন মানুষের মাঝে হাস্যরসের ঝড় বয়ে বেড়ায়।
নুরুল হক নুর এলাকায় এসে বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন অভিযোগ তোলে এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি, ইউএনও, পল্লী বিদ্যুৎ কর্মকর্তাসহ অনেকের বিরুদ্ধেও তোলেন বিভিন্ন অভিযোগ। পাতাবুনিয়ায় অবরুদ্ধ হওয়ার সময় তাকে এক সেনা কর্মকর্তার সাথেও বাকবিতন্ডায় জড়াতে দেখা যায়।
তার কন্ঠে উচ্চারিত ভাষা সমূহের মধ্যে রয়েছে পাতি নেতা, ছাতি নেতা, বেইচ্চা খায়, ছেইচ্চা হালামু, ভাইঙ্গা হালামু, ওমোক চর, সোমোক চর, বিদ্যুৎ নিয়ে আমার সাথে শয়তানি করে উল্লেখযোগ্য। সকালে এক কথা সন্ধ্যায় আরেক কথা। সম্মানিত ব্যক্তিদের সম্মান না দিয়ে কথা বলা।
ইত্যাদি বিষয়ে নিজ এলাকায় তার গ্রহনযোগ্যতা হ্রাস পেয়েছে বলে সচেতন সমাজ মনে করেন। সচেতন নাগরিক সমালোচনা করে বলেন নুরুল হক নুর একটি রাজনৈতিক দলের প্রধান তার এধরনের আচার আচরন সমীচীন নয়। এতে ভবিষ্যতে কুফল বয়ে আনবে।
Leave a Reply