সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এনজিও কর্মীদের হেনস্তার শিকার হয়ে মরিয়ম বেগম (৪০) নামের এক নারী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা যায়, মরিয়ম বেগম স্থানীয় নূরনবী মিয়ার স্ত্রী। কয়েক মাস আগে কোস্ট ফাউন্ডেশনের হাজিরহাট শাখা থেকে ৬০ হাজার টাকা ঋণ নেন তিনি। নির্দিষ্ট সময়মতো কিস্তি পরিশোধ করতে না পারায় তার কাছে প্রায় ২৭ হাজার টাকা বাকি ছিল।
গতকাল সকালে কোস্ট ফাউন্ডেশনের ম্যানেজার মনিরুজ্জামানসহ তিনজন কর্মী মরিয়ম বেগমের বাড়িতে গিয়ে কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দেন। মরিয়ম বেগম জানান, তিনি তার দুই ছেলের কাছ থেকে ১ হাজার টাকা এনে তাদের দেন। কিন্তু এনজিও কর্মীরা আরো ১০ হাজার টাকা দুই এক দিনের মধ্যে দিতে বলেন। এসময় তিনি জানান, তার আর কোনো টাকা নেই, কিস্তির জন্য চাপ দিলে তার বিষ খাওয়া ছাড়া উপায় নেই। তখন এক কর্মী কটাক্ষ করে বলেন, “আপনি বিষ খেয়ে মরে যান, তাহলে কিস্তির টাকা মাফ হয়ে যাবে আর আমাদের চাকরিও বাঁচবে।”
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া মরিয়ম বেগম ঘরে গিয়ে কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মরিয়মের স্বামী নূরনবী অভিযোগ করে বলেন, “কোস্ট ফাউন্ডেশনের ম্যানেজার ও কর্মীরা মানুষকে মানুষ মনে করে না। মুখে যা আসে তাই বলে, গালাগালি করে। তাদের অকথ্য ভাষার গালমন্দে আমার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।”
এ বিষয়ে কোস্ট ফাউন্ডেশনের ম্যানেজার মনিরুজ্জামান বলেন, “মরিয়ম বেগম আমাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তার কাছে ২৭ হাজার টাকা বাকি ছিল। আমরা কিস্তির টাকা চাইতে গিয়েছিলাম। তিনি আমাদের ১ হাজার টাকা দেন। পরে বাকি টাকা পরে দেবেন বলে জানান। আমরা তার বাড়ি থেকে চলে আসার পরই শুনি তিনি বিষ খেয়েছেন।”
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান (অনিক) জানান, “মরিয়ম বেগমের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে। তার অবস্থা এখনও সংকটাপন্ন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা অথবা বরিশালে পাঠানো হবে।”
এ বিষয়ে মনপুরা থানার ওসি আহসান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply