মোঃ মাহমুদুল হাসান,
স্টাফ রিপোর্টার,
বরিশালের ঐতিহ্যবাহী বি এম কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন বিশেষ প্রশাসনিক আশ্বাস পাওয়ার পর আপাতত স্থগিত ঘোষণা করেছেন।
গত কয়েকদিন ধরে কলেজ ক্যাম্পাসে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছিল সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে তারা মানববন্ধন, অবস্থান কর্মসূচি, ক্লাস বর্জন, এমনকি কলেজ গেট অবরোধের মতো কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল,পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও পাঠদানের মানোন্নয়ন,মেয়েদের জন্য পৃথক বিশ্রামাগার ও নিরাপত্তা জোরদার,আধুনিক ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষের ব্যবস্থা,নিয়মিত ক্লাস ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করা
আজ (মঙ্গলবার) দুপুরে শিক্ষার্থী প্রতিনিধি দল কলেজ প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসেন। আলোচনায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
আলোচনা শেষে শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন,
“আমরা কর্তৃপক্ষের বিশেষ আশ্বাস পেয়েছি। এখনই আমরা আন্দোলন স্থগিত করছি। তবে দাবিগুলো যদি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হয়, তাহলে আমরা আবারও রাজপথে নামবো।”
সাধারন শিক্ষার্থীরা বলেন,
“এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ ও যৌক্তিক। আমরা আমাদের ন্যায্য অধিকার চেয়েছি, কারো বিরুদ্ধে নয়।
আন্দোলন স্থগিতের খবরে বি এম কলেজ ক্যাম্পাসে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসছে। তবে শিক্ষার্থীদের মাঝে এখনো সংশয় রয়েছে—আশ্বাস বাস্তবে রূপ নেবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
দাবি বাস্তবায়নে গড়িমসি হলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
“আমরা আন্দোলন বন্ধ করেছি, বিক্রি হইনি”—এই স্লোগানে মুখর ছিল শিক্ষার্থীরা।
বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ তাজুল ইসলাম বলেন,
“আমরা শিক্ষার্থীদের দাবিগুলো ইতিবাচকভাবে নিয়েছি। কিছু দাবির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে, বাকিগুলোর প্রক্রিয়া চলছে। আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনায় ফিরে আসুক এবং স্বাভাবিক পরিবেশ বজায় থাকুক।”
Leave a Reply