মোঃমোস্তাফিজুর রহমান পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রাকৃতিক ঝরে ও অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৪৮ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply