খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
গলাচিপা পৌরসভায় মারাত্মক পানি সংকটে ভুগছে এলাকাবাসী। পৌরসভার চারটি সক্রিয় সাবমারসিবল পাম্প দিয়ে প্রতিদিন দুইটি ট্যাংকিতে পানি উত্তোলন করা হলেও তা দিয়ে চাহিদার সঠিক জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে নাগরিক জীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার জনসংখ্যা দিন দিন বাড়লেও পানির সরবরাহ বাড়েনি। গৃহস্থালি কাজ, খাবার ও দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় পানি সময়মতো পাচ্ছেন না বাসিন্দারা। অনেক এলাকায় দিনে কয়েক ঘণ্টার জন্য পানি আসে, আবার কোথাও তা আরও কম।
গৃহস্থলিরা জানান যাদের ছাদে ট্যাংকি নেই তাদের দ্বিতীয় তলা থেকে উপরের দিকে সাকল দশটা কিংবা এগারোটার পর থেকে অনেক সময় পানি থাকে না। বাচ্চাদের স্কুলে পাঠানো, রান্না-বান্না সব কিছুতেই সমস্যা হচ্ছে।
গলাচিপা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান বর্তমানে যে চারটি সাবমারসিবল পাম্প চালু আছে তা দিয়ে পুরো পৌরসভার পানির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে ইতিমধ্যে উপরস্থ কর্মকর্তাদের জানানো হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।
পৌরসভার ওয়াটার সুপার আবু আউয়াল বলেন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আধুনিক পানি সরবরাহ ব্যবস্থার প্রয়োজন রয়েছে।একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া একটি বড় কারন হয়ে দাড়িয়েছে। পৌরসভার জনসংখ্যার তুলনায় চারটি সাবমারসিবল পাম্প দিয়ে সংকুলান সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত পরিমানে পানি সরবরাহ করতে হলে অন্তত আরও চারটি সাবমারসিবল পাম্প বসানো প্রয়োজন।
এ অবস্থায় পৌরবাসী দ্রুত ও কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। অন্যথায় সংকট আরও তীব্র আকার ধারন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply