ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টারঃ
জুলাই শহীদদের স্মরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মিরপুর মডেল থানার নেতৃবৃন্দ। আজ সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায়, দিনমজুর, রিকশাচালক ও কর্মজীবী প্রায় দেড়শো থেকে ২০০ মানুষের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ কার্যক্রম শেষে নেতৃবৃন্দ বলেন, “জুলাই মাস আমাদের বেদনার মাস। এই মাসে আমাদের অনেক ভাই, বন্ধু ও বোন শহীদ হয়েছেন—তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা মানুষের পাশে থাকবার এই চেষ্টা অব্যাহত রাখতে পারি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিয়াম হোসেন, কবির হোসেন, আরাফাত ইসলাম আরমান ও আবু আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ ধরনের মানবিক কর্মসূচিকে স্বাগত জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং মানবিকতা বৃদ্ধিতে সহায়ক।
Leave a Reply