শিরোনাম :
কাশিমপুর মহিলা কারাগারে বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ: ৭ কর্মকর্তার নামে। সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার: আওরঙ্গজেব কামাল” টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার। ভোলা-৪) চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য হিসাবে মনোনয়ন প্রত্যাশী  মোহাম্মদ  নুরুল ইসলাম নয়নের পথসভা। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন, পত্রিকার প্রকাশক আছিয়া রহমান। গোদাগাড়ীতে ৪৫০ খাসপুকুরের রিট বাতিল, সরকার পাবে কোটি টাকার রাজস্ব গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি নিযুক্ত হয়েছেন নন্দিত কবি রেজাউদ্দিন স্টালিন । মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার অভিযানে মাহিন্দ্র পিকআপের ইঞ্জিন ও অন্যান্য যত্রাংশ উদ্ধারসহ আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের ০৯ সদস্য গ্রেফতার”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার

বাদী মোঃ নূরুল আমিন, গ্রাম-দক্ষিণ সংড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ লিখিতভাবে অভিযোগ দাখিল করেন যে, গত ৩০শে জুন ২০২৫ইং তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকা হতে ০৩.৫০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর/চোরেরা হালুয়াঘাট থানাধীন রঘুনাথপুর সাকিনস্থ তুহিন সর্দারের কার ওয়াশ সেন্টারে পার্কিংরত অবস্থায় থাকা বাদির মালিকানাধীন ১টি মাহিন্দ্র পিকআপ গাড়ি (যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-২৩-১৪১৩) চুরি করে নিয়ে যায়। এই অভিযোগের প্রেক্ষিতে মান্যবর পুলিশ সুপার, ময়মনসিংহ এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা এর নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই(নিঃ) সুজিত কুমার সরকার ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের ০৯ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফাতরকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

ধৃত আসামীদের পূর্ণ নাম ও ঠিকানা:

১। মোঃ আহির উদ্দিন (৫০), পিতা-মোঃ কামাল ফকির, সাং-মাঝিয়ালী, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।

২। আলম ফকির (৩০), পিতা-মোঃ আহির উদ্দিন ফকির, সাং-মাঝিয়ালী, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।

৩। মোঃ মোস্তফা ওরফে মস্তু (২৫), পিতা-আকবর আলী, সাং-মাঝিয়ালী, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।

৪। মোঃ রুহুল আমিন (২৯), পিতা-আবদুস সাত্তার, সাং-জালকুড়ি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৫। মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা-কাজী মন্ডল, সাং-আগপয়েলা ঠেঙ্গাপাড়া, থানাঃ মেলান্দহ, জেলা: জামালপুর, বর্তমান ঠিকানা-কায়েমপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

৬। মোঃ রফিক (৬০), পিতা-মৃত সুলতান মিয়া, সাং-ভিটিকাইলমিনা, থানাঃ হোমনা, জেলা: কুমিল্লা, বর্তমান ঠিকানা: পদ্মা রোলিং মিলস, কায়েমপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

৭। মো: শোয়ের আলী হাওলাদার (৭০), পিতা-মৃত মঙ্গল হাওলাদার, সাং- টক্কারমাঠ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

৮। মোঃ কাওসার হোসেন মোল্লা (৩৬), পিতা-আবদুল জলিল মোল্লা, সাং- ইদেলকাঠি, থানাঃ বাবুগঞ্জ, জেলাঃ বরিশাল, বর্তমান ঠিকানা-জালকুড়ি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯। মোঃ রনি (৩১), পিতা-মৃত শফিউদ্দিন, সাং-উত্তর নোয়াদা, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ।

উদ্ধারকৃত আলামত:

১। জিপিএস ট্র্যাকার-০১টি।
২। গাড়ির মালিকানা সংক্রান্ত কাগজপত্র।
৩। গাড়ি চুরির কাজে ব্যবহৃত-৫ টি চাবি।
৪। চুরি যাওয়া গাড়ির ইঞ্জিন।
৫। গিয়ার বক্স/স্টার্টিং বক্স/ডিফেন্স সেল/ব্রেক সার্ভো/কাটিং সেইফ/পাতি/ ফরেন এক্সেল/সাইলেন্সার বক্স/রেডিয়েটর/ ফগলাইট।
৬। চোরাই গাড়ি কাটার কাজে ব্যবহৃত গ্যাস কাটার/গ্যাস সিলিন্ডার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com