নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন “এফ বি সি সি আই ” এর আগামী ২০২৫-২০২৭ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন চেম্বার এবং মেম্বার সংগঠন এর মধ্যে এক ধরনের সাজ সাজ অবস্থা। এবারের প্রেক্ষাপট ভিন্ন এবং আলাদা। জিবি মেম্বারগন এবার কোন ভয়ভীতি ছাড়াই তাদের আগামির নেতা বাছাই করার সুযোগ পাচ্ছেন।
গত ৫ ই আগষ্ট বিপ্লব পরবর্তী সময়ে এফ বি সি সি আই এর অচলাবস্থা নিরসন, বিভিন্ন বৈষম্য দুরীকরনে ” এফ বি সি সি আই বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ ” গঠন করা হয়। উক্ত পরিষদ গঠন করে এফ বি সি সি আই কে আধুনিক, গতিশীল এবং মেম্বারবান্ধব করতে সব চেয়ে বেশি ভুমিকা রাখেন জনাব আতিকুর রহমান। জনাব আতিক বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ এর মিডিয়া কমিটির চেয়ারম্যান এর দায়িত্ব নেওয়ার পর থেকেই সংগঠন টি আবার ঘুরে দাঁড়ায়।
এফ বি সি সি আই এর মেম্বারদের সাথে আলাপকালে জানা যায়, অসম্ভব মেধাবী মানুষ ও দক্ষ সংগঠক আতিকুর রহমান এর প্রতি সকল মেম্বারদের আস্থা শতভাগ। তাই সকল মেম্বারদের অনুরোধে তিনি এবার পরিচালক পদে প্রার্থী হয়েছেন৷
বাংলাদেশের ব্যবসায়ীদের প্রানের দাবী এফ বি সি সি আই কে আধুনিক, মেম্বারবান্ধব ও ব্যবসায়ী বান্ধব হিসেবে গড়ে তুলতে এই মুহুর্তে আতিকুর রহমান এর বিকল্প নাই।
Leave a Reply