লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাশে কুলিক নদীতে ধরা একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান থানার পুলিশ নিয়ে সন্ধ্যারই গ্রামের ক্রেতা নিমাই চন্দ্রের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করেন।
মোবাইল কোর্টের মাধ্যমে কচ্ছপটি জব্দ করে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে নিমাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি পুলিশ নিয়ে সন্ধ্যারই গ্রামের কচ্ছপক্রেতা নিমাইচন্দ্রের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার ও জব্দ করি। তাকে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। কচ্ছপটি উপজেলা বন কর্মকর্তার মাধ্যমে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
Leave a Reply